📘 Suggestion Details
📜 Title
Parts Of Speech
💡 Explanation
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে Parts of Speech বলা হয়।
Rahim eats rice (রহিম ভাত খায়।) এই Sentenceটিতে Rahim, eats এবং rice এই তিনটি Word আছে।এইভাবে প্রতিটি Sentence এর মধ্যে বিভিন্ন রকমের Word বা শব্দ ব্যবহার করা হয়, এগুলি Sentence এর একটি Part বা অংশ, এগুলিকেই Parts Of Speech বলে।
Parts of Speech মোট ৮ প্রকার। যথা:
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction &
8. Interjection
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আম
যেমনঃ Man, Girl, Kamal, Badal, Rahim, Riya,, Dhaka, Bangladesh, Kolkata, Delhi.
Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন,
Nouns are words used to identify people, places, things, and ideas.
Concrete Noun: যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।
Noun কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-
Proper Noun
Common Noun
Collective Noun
Material Noun
Abstract Noun
1. Proper Noun :
যেসকল noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। Proper Noun সবসময় Capital Letter দিয়ে শুরু হয়।
Example of proper noun: Bangladesh, Karim, Saturday, Dhaka, Tamim, The Padma, etc.
proper noun আরো কিছু সহজ উদহারণ দেখে নিন:
দিনের নাম: Monday, Sunday, Saturday, etc
স্থানের নাম: Canada, Cumilla, Dhaka, India, Japan, etc.
ধর্মের নাম: Islam, Christian, Hinduism, Buddhism, etc.
জাতির নাম: British, American, Greek, Indian, etc.
প্রতিষ্ঠানের নাম: Oxford University, Dhaka University, Nike, Apple, Microsoft, etc.
মানুষের নাম: Amir, Kabir, Shakil, Mustafizur, Muhammad, etc.
Common Noun:
যে Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Example:
I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
They cut the tree. ( এখানে tree শব্দটি দ্বারা সকল প্রকার গাছকে বুঝানো হয়েছে)
The Padma is a big river.(এখানে river শব্দটি দ্বারা সকল নদীকে বুঝানো হয়েছে)
3. Collective Noun:
যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলা হয়।
Example of Collective noun:
A band of musicians
Our class took a trip to Sundarbans.
A convoy of trucks
A flock of birds
Bangladeshi Army is doing a great job in UN mission.
Each team contains eleven players.
যেসব noun কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন— diamond, gold. iron, wheat, salt, flour, milk, tea, coffee, water etc.
যেসব noun অবস্থগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- agency, childhood, fatherhood, friendship, girlhood, heroism, infancy, manhood, motherhood etc.
Abstract Noun চেনার উপায়: Noun-এর শেষে suffix যেমন— ness, ship, cy,age, hood, ty, tude, mony, ment ইত্যাদি থাকে।
যেসব noun-এর সংখ্যা গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদেরকে Uncountable Noun বলে। Uncountable Noun এর Plural হয় না।যেমন-plural-water, honesty, air, news, physics etc.
কতকগুলো noun-এর সাথে অন্যান্য noun বা অন্যান্য Parts of Speech যোগ হয়ে একটি noun বা noun phrase হিসেবে ব্যবহৃত হয়,এদেরকে Compound noun বলে। যেমন—
Noun+Noun= headmaster,bathroom,classroom
Noun+Verb-ing= housekeeping,thanksgiving etc.
oun-এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। যেমন- He, this, who, what, some, all, each, himself etc.
Classification of Pronoun:
1. Personal Pronoun,
2. Demonstrative Pronoun,
3. Interrogative Pronoun,
4. Relative Pronoun
5. Indefinite Pronoun,
6. Distributive Pronoun,
7.Reflexive Pronoun,
8. Reciprocal Pronoun
Personal Pronoun: যেসব pronoun ব্যক্তি, বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদেরকে Personal Pronoun বলে।যেমন-we, he, she, it they, you প্রভৃতি Personal Pronoun.
যে একটি Word (শব্দ) কোন কিছুর মালিকানা বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Possessive Pronoun বলে।For Example- mine,yours,his,hers,its,ours,theirs etc.
Reflexive pronoun বলতে সেই সকল pronoun কে বোঝায় যার সাথে " self/selves suffix যুক্ত থাকে। Myself, himself, herself, ourselves, themselves, yourself,yourselves, itself, oneself etc Reciprocal pronoun.
অন্য কোন noun বা pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্যে যেসকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।
Relative Pronoun: যেসব Pronoun noun বা Pronoun-কে নির্দেশপূর্বক দুটি Clause বা বাক্যকে যুক্ত করে,তাদেরকে Relative Pronoun বলে।Relative pronoun, relative clause- এর শুরুতে বসে। Who,which,whom,whose that প্রভৃতি relative Pronoun।
Those who are honest go to heaven.
The man whom you saw is my friend.
Demonstrative Pronoun: যেসব pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাদেরকে Demonstrative Pronoun বলে । যেমন-this, that, those, these, it, such a demonstrative pronoun.
Interrogative Pronoun: যেসব pronoun দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তাদেরকে Interrogative Pronoun বলে। Interrogative pronoun সাধারণত interrogative sentence বা clause-এর শুরুতে বসে।যেমন- who, whom, whose, which, what are Interrogative Pronoun.
Indefinite Pronoun: যেসব pronoun বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বন্ধুকে বুঝায়, তাদেরকে indefinite pronoun বলে। Indefinite pronoun: দুই প্রকার।যথা- (i) Positive Pronoun (ii) Negative Pronoun
Positive Pronoun: যেসব pronoun হাঁ-বোধক, তাদেরকে positive pronoun বলে।যেমন- all, each, every, everything, everybody, any, anyone, anything, anybody, some, something, somebody, someone etc.
Negative Pronoun: যেসব pronoun না-বোধক, তাদেরকে negative pronoun বলে।যেমন- none, nobody, no one, nothing, neither etc.
Object Pronouns
Object pronoun, subject pronoun এর বিপরীত। Subject pronoun এবং object pronoun এর form ভিন্নরকম।
Object pronoun গুলো হলঃ Me, us, him, her, them, it.
Distributive Pronoun: যেসব pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায়, তাদেরকে distributive pronoun বলে। এই Pronoun গুলোকে Positive pronoun বলা যেতে পারে।যেমন- each, every, either, neither প্রভৃতি distributive pronoun.
Reciprocal Pronoun: যেসব pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাদেরকে Reciprocal pronoun বলে। যেমন— each other, one another হলো Reciprocal pronoun.
🏷️ Category
Job Preparation
🎓 Course
পল্লী বিদ্যুৎ জব প্রিপারেশন কোর্স
❓ MCQ Questions
-
Q: What kind of noun is 'Cattle'?
A. ProperB. CommonC. CollectiveD. Material✔ Correct Answer: C
-
Q: What kind of noun is 'Girl'?
A. ProperB. CommonC. CollectiveD. Material✔ Correct Answer: B
-
Q: Which is the noun of the word 'beautiful' ?
A. BeautiousB. BeautyC. BeautifullyD. Beautify✔ Correct Answer: B
-
Q: What is the noun of the word 'Waste'?
A. WasteB. WastingC. WastageD. Wasteful✔ Correct Answer: C
-
Q: Which is the noun of the word 'beautiful'
A. BeautyB. BeautifyC. BeauteousD. Beautifully✔ Correct Answer: A
-
Q: Which one is the reflexive pronoun ?
A. whoB. himselfC. oneD. they✔ Correct Answer: B
-
Q: Which word is both a noun and verb
A. adviceB. practiceC. beliefD. brush✔ Correct Answer: D
-
Q: 'Laugh' শব্দটির Noun হচ্ছে-
A. LaughB. LaughingC. LaughableD. Laughter✔ Correct Answer: D
📝 Written Questions
No written questions selected.