Logo
← Back to Suggestions

📘 Suggestion Details

📜 Title

বাগধারা

💡 Explanation

এখান থেকে ১০০% কমন পাবেন ইনশা-আল্লাহ। মুখস্থ করে ফেলুন।

🏷️ Category

Job Preparation

🎓 Course

পল্লী বিদ্যুৎ জব প্রিপারেশন কোর্স

❓ MCQ Questions

  • Q: ”ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি?

    A. অদৃষ্টের পরিহাস
    B. একাদশে বৃহস্পতি
    C. অন্ধকার দেখা
    D. কেউকেটা

    ✔ Correct Answer: B

  • Q: ”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি?

    A. চির অশান্তি
    B. অনিষ্টে ইষ্ট লাভ
    C. অরাজক দেশ
    D. সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো

    ✔ Correct Answer: A

  • Q: ”দুধের মাছি” বাগধারাটির অর্থ কি?

    A. দুধ খাওয়া মাছি
    B. দুধে বসা মাছি
    C. সুসময়ের বন্ধু
    D. অসময়ের বন্ধু

    ✔ Correct Answer: C

  • Q: ’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-

    A. ধূর্ত
    B. অপদার্থ
    C. কেতাদুরস্ত
    D. কলির কেষ্ট

    ✔ Correct Answer: B

  • Q: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ

    A. পাকা আম
    B. কপটচারী
    C. কপটহীন ব্যক্তি
    D. ভণ্ডসাধু

    ✔ Correct Answer: B

  • Q: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ

    A. তীরে পৌঁছার ঝাক্কি
    B. সঞ্চয়ের প্রবৃত্তি
    C. মুমূর্ষু অবস্থা
    D. আসন্ন বিপদ

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

    A. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
    B. বক ধার্মিক; বিড়াল তপস্বী
    C. রুই-কাতলা; কেউ কেটা
    D. বক ধার্মিক; ভিজে বেড়াল

    ✔ Correct Answer: B

  • Q: 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ

    A. পাকা আম
    B. কপটচারী
    C. কপটহীন ব্যক্তি
    D. ভণ্ডসাধু

    ✔ Correct Answer: B

  • Q: 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ

    A. তীরে পৌঁছার ঝাক্কি
    B. সঞ্চয়ের প্রবৃত্তি
    C. মুমূর্ষু অবস্থা
    D. আসন্ন বিপদ

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

    A. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
    B. বক ধার্মিক; বিড়াল তপস্বী
    C. রুই-কাতলা; কেউ কেটা
    D. বক ধার্মিক; ভিজে বেড়াল

    ✔ Correct Answer: B

  • Q: 'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?

    A. আরামপ্রিয়
    B. উদাসীন
    C. নিতান্ত অলস
    D. পরমুখাপেক্ষী

    ✔ Correct Answer: C

  • Q: 'কাকনিদ্রা'বাগধারার অর্থ কী?

    A. অনিষ্ট চিন্তা
    B. কপট নিদ্রা
    C. অগভীর সতর্ক নিদ্রা
    D. অলস নিদ্রা

    ✔ Correct Answer: C

  • Q: "সাক্ষী গোপাল" বাগধারাটির অর্থ কোনটি?

    A. অপদার্থ
    B. মূর্খ
    C. নিরেট বোকা
    D. নিস্ক্রিয় দর্শক

    ✔ Correct Answer: D

  • Q: 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ------

    A. সাহায্যকারী
    B. তোষামুদে
    C. বাদক
    D. স্বাস্থ্যহীন লোক

    ✔ Correct Answer: B

  • Q: 'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী?

    A. অমুল্য বস্তু
    B. জটিল করা
    C. গুরুভার
    D. নিন্দিত

    ✔ Correct Answer: C

  • Q: 'কংস মামা' বাগধারাটির অর্থ কী?

    A. অপ্রিয় ব্যাক্তি
    B. নির্মম আত্মীয়
    C. অমিতব্যায়ী
    D. অকালপক্ক

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'

    A. বড়লোক
    B. সাহায্যকারী
    C. মূর্খ
    D. কৃপন

    ✔ Correct Answer: C

  • Q: ' হাত-ভারি' বাগধারার অর্থ -----

    A. দাতা
    B. কম খরচে
    C. দরিদ্র
    D. কৃপণ

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারাটির অর্থ নির্ণয় কর "আকাশ কুসুম"

    A. হতবুদ্ধি
    B. সুদূরদর্শী
    C. সুন্দর ফুল
    D. কোনটিই নয়

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারাটির অর্থ নির্ণয় কর "আক্কেল সেলামি"

    A. সৌভাগ্যবান
    B. গুরু দক্ষিণা
    C. নির্বুদ্ধিতার দণ্ড
    D. কোনটিই নয়

    ✔ Correct Answer: C

  • Q: বাগধারাটির অর্থ নির্ণয় কর "উড়নচণ্ডী"

    A. অমিতব্যয়ী
    B. উচ্ছৃঙ্খল
    C. অবাধ্য
    D. কোনটিই নয়

    ✔ Correct Answer: A

  • Q: বাগধারাটির অর্থ নির্ণয় কর "আটকপালে"

    A. কারারুদ্ধ
    B. হতভাগ্য
    C. সৌভাগ্যবান
    D. কোনটিই নয়

    ✔ Correct Answer: B

  • Q: 'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি?

    A. বক ধার্মিক
    B. তোষামোধকাররী
    C. শক্ত প্রাণ
    D. অকর্মণ্য

    ✔ Correct Answer: D

  • Q: 'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি?

    A. বিশৃঙ্খলা
    B. শত্রুতা
    C. প্রচুর ব্যবধান
    D. অবাস্তব'

    ✔ Correct Answer: C

  • Q: 'নাতিদীর্ঘ' বাগধারাটির অর্থ কি?

    A. অতি দীর্ঘ
    B. অতি দীর্ঘ নয়
    C. যাহা মাপা যায়
    D. যাহা মাপা যায় না

    ✔ Correct Answer: B

  • Q: 'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?

    A. অতিরিক্ত সুবিধা
    B. সর্বস্বাস্ত হওয়া
    C. সুখের সময়
    D. ধাক্কা সামলানো

    ✔ Correct Answer: C

  • Q: 'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-

    A. স্বেচ্ছাচারী
    B. বিত্তশালী
    C. শুকনো হাসি
    D. গন্ড মূর্খ

    ✔ Correct Answer: C

  • Q: 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?

    A. কপট ব্যক্তি
    B. ঘনিষ্ঠ সম্পর্ক
    C. হতভাগ্য
    D. মোসাহেব

    ✔ Correct Answer: D

  • Q: কোনটি বাগধারা বোঝায়?

    A. চৈত্র সংক্রান্তি
    B. পৌষ সংক্রান্তি
    C. শিরে সংক্রান্তি
    D. শিব-সংক্রান্তি

    ✔ Correct Answer: C

  • Q: ‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?

    A. বিরাট আয়োজন
    B. সৌভাগ্য লাভ
    C. সৌভাগ্যের বিষয়
    D. আনন্দের প্রাচুর্য

    ✔ Correct Answer: D

  • Q: ‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?

    A. সস্তা দর
    B. নষ্ট করা
    C. দুর্লভ বস্তু
    D. আশায় নৈরাশ্য

    ✔ Correct Answer: A

  • Q: 'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?

    A. সদা অশান্তি
    B. সদা সংশয়
    C. অর্থহীন কর্ম
    D. নিতান্ত অলস

    ✔ Correct Answer: D

  • Q: 'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ কি?

    A. সুন্দর কথা
    B. প্রচুর কথা
    C. রাগের কথা
    D. অর্থহীন কথা

    ✔ Correct Answer: D

  • Q: ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী ?

    A. অলস
    B. পরিশ্রমী
    C. পরিপাটি
    D. দীর্ঘজীবী

    ✔ Correct Answer: C

  • Q: ‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ?

    A. জিলাপির প্যাঁচ
    B. অহিনকুল
    C. দুধের মাছি
    D. বসন্তের কোকিল

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”-

    A. অতি ধার্মীক
    B. উচ্ছৃঙ্খল
    C. প্রাচীন পন্থি
    D. ভন্ড

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন : ”কানকাটা”-

    A. ধার্মীক
    B. ভন্ড সাধু
    C. বেহায়া
    D. পক্ষপাত দুষ্ট

    ✔ Correct Answer: C

  • Q: 'মাছের মা' বাগধারাটি অর্থ কি ?

    A. নিষ্ঠুর
    B. অসম্ভব
    C. কাণ্ডজ্ঞানহীন
    D.

    ✔ Correct Answer: A

  • Q: কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?

    A. তুণসী বনের বাঘ
    B. বিড়াল তপস্বী
    C. ভিজা বিড়াল
    D. বকধার্মীক

    ✔ Correct Answer: C

  • Q: ‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ?

    A. চুরি করা
    B. সেবা করা
    C. অপরাধ করা
    D. নষ্ট করা

    ✔ Correct Answer: A

  • Q: 'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় ?

    A. বুদ্ধির ঢেঁকি
    B. গভীর জলের মাছ
    C. বিড়াল তপস্বী
    D. ভূশন্ডির কাক

    ✔ Correct Answer: B

  • Q: 'হাতির পাঁচ পা দেখা' এই বাগধারার অর্থ কি?

    A. অবাক হওয়া
    B. গর্বে আনন্দিত হওয়া
    C. অহংকার বোধ করা
    D. ভুল দেখা

    ✔ Correct Answer: C

  • Q: 'ভূষন্ডীর কাক' বাগধারার অর্থ -

    A. বিশেষ জাতের কাক
    B. ভূষন্ডী নামের জায়গা
    C. অনভিজ্ঞ ব্যক্তি
    D. দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি

    ✔ Correct Answer: D

  • Q: 'নাটের গুরু' বাগধারার অর্থ -

    A. নাট্যগুরু
    B. খলনায়ক
    C. মূলনায়ক
    D. গুরু

    ✔ Correct Answer: C

  • Q: 'হাতটান' বাগধারার অর্থ -

    A. কৃপন স্বভাব
    B. চুরির অভ্যাস
    C. লম্বা হতে
    D. টাকা পয়সার অভাব

    ✔ Correct Answer: B

  • Q: 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ কি?

    A. ঘৃণা
    B. পাগলামির হাওয়া
    C. বদমেজাজ
    D. হিংসা

    ✔ Correct Answer: B

  • Q: ”বাগধারা” কোথায় আলোচিত হয়?

    A. শব্দতত্ত্বে
    B. বাক্যতত্ত্বে
    C. ধ্বনিতত্ত্বে
    D. রূপতত্ত্বে

    ✔ Correct Answer: B

  • Q: 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

    A. বাড়তি বোঝা
    B. রুপের মোহ
    C. ভূমিকা
    D. ফিটফাট

    ✔ Correct Answer: C

  • Q: 'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?

    A. ধর্মের ষাঁড়
    B. পোয়া বারো
    C. রাহুর দশা
    D. বুদ্ধির ঢেকি

    ✔ Correct Answer: A

  • Q: তামার বিষ'বাগধারাটির অর্থ কী?

    A. ক্ষণস্থায়ী বস্তু
    B. অর্থের কুপ্রভাব
    C. তীব্রজ্বালা
    D. অসম্বব বস্তু

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের --

    A. আভিধানিক অর্থ প্রকাশ করে
    B. বিশেষ অর্থ প্রকাশ করে
    C. আক্ষরিক অর্থ প্রকাশ করে
    D. অতিরিক্ত অর্থ প্রকাশ করে

    ✔ Correct Answer: B

  • Q: 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

    A. সুখের পায়রা
    B. খোদার খাসি
    C. যক্ষের ধন
    D. বসন্তের কোকিল

    ✔ Correct Answer: B

  • Q: 'উত্তম মধ্যম' বাগধারাটির অর্থ কি?

    A. ভালো-মন্দ
    B. ভেদাভেদ
    C. প্রহার
    D. বিচক্ষন

    ✔ Correct Answer: C

  • Q: ”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-

    A. অসম্ভব চালাক
    B. একই দলের লোক
    C. একতাই বল
    D. বর্ষাকালীন মাছ

    ✔ Correct Answer: B

  • Q: 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?

    A. দিনমজুর
    B. গণ্যমান্য ব্যক্তি
    C. দীনমজুর
    D. তোষামদকারী

    ✔ Correct Answer: D

  • Q: 'লেফাফা দুরস্ত' --- বাগধারাটির অর্থ কি?

    A. চৌকস ব্যক্তি
    B. সৌখিন ব্যক্তি
    C. পোশাক সর্বস্ব
    D. বাইরের ঠাঁট বজায় রেখে চলা

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?

    A. বকধার্মিক, ভিজা বেড়াল
    B. রুই-কাতলা, কেউকেটা
    C. বকধার্মিক, বিড়াল তপস্বী
    D. অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম

    ✔ Correct Answer: C

  • Q: ”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-

    A. অসম্ভব চালাক
    B. একই দলের লোক
    C. একতাই বল
    D. বর্ষাকালীন মাছ

    ✔ Correct Answer: B

  • Q: 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?

    A. দিনমজুর
    B. গণ্যমান্য ব্যক্তি
    C. দীনমজুর
    D. তোষামদকারী

    ✔ Correct Answer: D

  • Q: সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?

    A. কেউকেটা
    B. গোঁফ-খেজুরে
    C. একাদশে বৃহস্পতি
    D. এলাহী কান্ড

    ✔ Correct Answer: C

  • Q: 'ফেকলু' পার্টি বাগধারাটির অর্থ কি?

    A. ক্ষমতাসীন পার্টি
    B. বিরোধী পার্টি
    C. কদরহীন লোক
    D. নিকৃষ্ট লোক

    ✔ Correct Answer: C

  • Q: 'বক দেখানো' বাগধারাটির অর্থ কি?

    A. কথায় পটু
    B. পড় ইয়া
    C. অশোভন বিদ্রুপ করা
    D. মতিচন্ন হওয়া

    ✔ Correct Answer: C

  • Q: ”সৌভাগ্যের বিষয়” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

    A. পোয়াবারো
    B. একাদশে বৃহস্পতি
    C. গোঁফে- খেজুরে
    D. সৌভাগ্যবান

    ✔ Correct Answer: B

  • Q: কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?

    A. সাতেও না পাঁচেও না
    B. দা-কুমড়া
    C. সাপে-নেউলে
    D. আদায়-কাঁচকলায়

    ✔ Correct Answer: A

  • Q: ‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?

    A. ডাকা বুকো
    B. তুলসি বনের বাঘ
    C. কাঠের পুতুল
    D. ঢাকের বায়া

    ✔ Correct Answer: D

  • Q: ‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?

    A. যার কোন প্রকার ক্ষমতা নাই
    B. অন্তঃসার শূন্য অবস্থা
    C. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
    D. অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন

    ✔ Correct Answer: D

  • Q: নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

    A. অমাবষ্যার চাঁদ, আকাশ কুসুম
    B. আকাশে তোলা, আষাঢ়ে গল্প
    C. অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
    D. অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস

    ✔ Correct Answer: C

  • Q: ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?

    A. খেতে বসা
    B. শুরু করা
    C. ভন্ডামী করা
    D. নিশ্চিন্ত বোধ করা

    ✔ Correct Answer: D

  • Q: উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি ?

    A. বিরাট আয়োজন
    B. সহজলভ্য
    C. অপদার্থ
    D. সামান্য পার্থক্য

    ✔ Correct Answer: B

  • Q: কোন বাগধারাটি ভিন্নার্থক?

    A. অহিনকুল
    B. উত্তম-মধ্যম
    C. আদায়-কাঁচকলায়
    D. সাপে-নেউলে

    ✔ Correct Answer: B

  • Q: “কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?

    A. কাঠের পুতুল
    B. তীব্র জ্বালা
    C. কূপমন্ডূক
    D. কেতাদুরস্ত

    ✔ Correct Answer: B

  • Q: 'পুকুর চুরি' বাগধারাটির অর্থ ---

    A. অবাস্তাব বস্তু
    B. বড় ধরনের চুরি
    C. পুকুর চুরি করা
    D. লোপাট

    ✔ Correct Answer: B

  • Q: 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---

    A. বদ্ধুভাবাপন্ন
    B. শত্রু
    C. রাবণের ভাই
    D. যে গৃহ বিবাদ করে

    ✔ Correct Answer: D

  • Q: 'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ----

    A. কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
    B. দুর্বল ও ব্যক্তিত্বহীন
    C. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
    D. গম্ভীর অথচ কর্মপটু

    ✔ Correct Answer: C

  • Q: 'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি?

    A. অপ্রত্যাশিত বাধা
    B. যা সচরাচর ঘটেনা
    C. পৌষ মাঘ মাসের বৃষ্টি
    D. নিত্যনৈমত্তিক বিষয়

    ✔ Correct Answer: A

  • Q: 'ওজন বুজে চলা' বাগধারার অর্থ -

    A. আত্নসম্মান রক্ষা করা
    B. পক্ষপাতদুষ্ট
    C. পৃষ্টপোষককে সমর্থন
    D. অন্যের অনুকরণ

    ✔ Correct Answer: A

  • Q: 'তেলও কম ভাজাও মুচমুচে' বাগধারার বিশিষ্ট অর্থ -

    A. অভাবে সান্ত্বনা
    B. অল্প উপকরণে ভালো ব্যবস্থা
    C. অল্পে সন্তুষ্ট
    D. তেলে ভাজা

    ✔ Correct Answer: B

  • Q: ”তামার বিষ” বাগধারাটির অর্থ কি?

    A. ক্ষণস্থায়ী বস্তু
    B. অর্থের কুপ্রভাব
    C. তীব্রজ্বালা
    D. অসম্ভব বস্তু

    ✔ Correct Answer: B

  • Q: ”লেজে খেলানো” বাগধারাটির অর্থ কী?

    A. ভয়ংকর কিছু করা
    B. সতর্কতার সাথে কাজ করা
    C. গুরুত্বহীন কর্ম
    D. বশীভূত করে রাখা

    ✔ Correct Answer: D

  • Q: ”পায়াভারি” বাগধারাটির অর্থ কি?

    A. কপট লোক
    B. প্রবীণ
    C. পদস্থ ব্যক্তি
    D. অহংকারী

    ✔ Correct Answer: D

  • Q: ”গড্ডলিকা প্রবাহ” বাগধারাটির অর্থ কি?

    A. অপরকে অন্ধ অনুসরণ
    B. স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
    C. অতিরিক্ত ব্যয় করা
    D. আশ্রয়স্থল ত্যাগ

    ✔ Correct Answer: A

  • Q: ”আট প্রহর” বাগধারাটির অর্থ কি?

    A. সারা দিনরাত
    B. অবেলা
    C. দীর্ঘ সময়
    D. শেষ রাত

    ✔ Correct Answer: A

  • Q: ”নজর লাগা” বাগধারার অর্থ কি?

    A. পছন্দ হওয়া
    B. অশুভ দৃষ্টিতে পড়া
    C. মনে ধরা
    D. সুদৃষ্টিতে আসা

    ✔ Correct Answer: B

  • Q: “অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে---

    A. মারা যাওয়া
    B. কঠিন পরীক্ষা
    C. অপদার্থ
    D. দুর্লভ

    ✔ Correct Answer: A

  • Q: ”ব্যাঙের আধুলি” বাগধারার অর্থ---

    A. অসম্ভব ঘটনা
    B. সামান্য সম্পদ
    C. দুঃসাধ্য বস্তু
    D. চক্ষুশূল

    ✔ Correct Answer: B

  • Q: ”শরতের শিশির” বাগধারাটির অর্থ কী?

    A. সচেতন হওয়া
    B. কাশফুলের শিশির
    C. দুঃসময়ে বন্ধু
    D. ক্ষণস্থায়ী

    ✔ Correct Answer: D

  • Q: 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?

    A. শুরু করা
    B. তাড়াতাড়ি শেষ করা
    C. বিশ্রাম করা
    D. শেষ বিদায়

    ✔ Correct Answer: D

  • Q: 'মুখচোরা' বাগধারাটির অর্থ কি?

    A. লাজুক
    B. ভীতু
    C. স্পষ্টভাষী
    D. বাচাল

    ✔ Correct Answer: A

  • Q: 'উনপাঁজুরে' বাগধারাটির অর্থ কি?

    A. সৌভাগ্যবান
    B. হতভাগ্য
    C. সুসময়
    D. এর কোনোটি নয়

    ✔ Correct Answer: B

  • Q: ”কাপুড়ে বাবু” বাগধারার অর্থ?

    A. দলপতি
    B. ভন্ড
    C. অপদার্থ
    D. বাহ্যিক অভ্যাস

    ✔ Correct Answer: B

  • Q: 'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি?

    A. আসন্ন বিপদ
    B. মাথাব্যথা
    C. মহাবিপদ
    D. মাথার বোঝা

    ✔ Correct Answer: A

  • Q: কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

    A. সাত সতেরো
    B. সুখের পায়রা
    C. ষোল আনা
    D. কোনোটিই নয়

    ✔ Correct Answer: B

  • Q: কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?

    A. গনেশ উল্টান
    B. গৌরচন্দ্রিকা
    C. কুপমণ্ডুক
    D. টইটুম্বুর

    ✔ Correct Answer: B

  • Q: কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

    A. অহিনকুল সম্বন্ধ
    B. আদায় কাঁচকলায়
    C. সাপে নেউলে
    D. তাসের ঘর

    ✔ Correct Answer: D

  • Q: ‘মনিকাঞ্চন যোগ’- এর সমার্থক বাগধারা কোনটি?

    A. শিরে সংক্রান্তি
    B. সোনায় সোহাগা
    C. দহরম-মহরম
    D. কেতাদুরস্ত

    ✔ Correct Answer: B

  • Q: কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

    A. ঊনপঞ্চাশ বায়ু
    B. আঠারো মাসে বছর
    C. অকাল কুষ্মাণ্ড
    D. অল্পবিদ্যা ভয়ঙ্করী

    ✔ Correct Answer: B

  • Q: 'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?

    A. কেউকেটা
    B. শাপে বর
    C. ব্যাঙের আধুলি
    D. একাদশে বৃহস্পতি

    ✔ Correct Answer: D

  • Q: ”হাতে দুর্বা গজানো” বাগধারার অর্থ কী?

    A. ছন্নছাড়া
    B. অলুক্ষণে
    C. আলসেমির লক্ষণ
    D. অতিশয় দুর্বল

    ✔ Correct Answer: C

  • Q: 'দুধের মাছি' বাগধারাটির অর্থ-

    A. দুধ খাওয়া মাছি
    B. দুধে বসা মাছি
    C. সুসময়ের বন্ধু
    D. অসময়ের বন্ধু

    ✔ Correct Answer: C

  • Q: ‘ধোপদুরস্ত’ বাগধারাটির অর্থ-

    A. গম্ভীর প্রকৃতির
    B. পরিপাটি
    C. ধীরশক্তি সম্পন্ন
    D. অসম সাহসী

    ✔ Correct Answer: B

  • Q: "কচ্ছপের কামড়" বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে -

    A. কঠিন কামড়
    B. অলসতা
    C. সফলতা
    D. কঠিন কাজে সফল হওয়া

    ✔ Correct Answer:

  • Q: 'বাপের ঠাকুর' বাগধারাটির অর্থ কি?

    A. খুব পড় য়া
    B. শ্রদ্ধেয় ব্যক্তি
    C. অসম্ভব কিছু
    D. উচ্ছন্নে যাওয়া

    ✔ Correct Answer: D

  • Q: 'রাজঘটক' বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?

    A. অন্তঃসারশূন্য
    B. পণ্ডশ্রম
    C. চমৎকার মিল
    D. বড় লোক

    ✔ Correct Answer: C

  • Q: 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ ---

    A. দুর্বল
    B. অতি বৃদ্ধ
    C. সদ্য মৃত
    D. ফেলনা

    ✔ Correct Answer: B

  • Q: 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি?

    A. কপালে হাত দেওয়া
    B. হাতে মাথা কাটা
    C. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা
    D. হাত কামড়ানো

    ✔ Correct Answer: A

  • Q: ”অন্ধকার দেখা” বাগধারার সঠিক অর্থ কোনটি?

    A. দুর্লভ বস্তু
    B. হতবুদ্ধি
    C. দৃষ্টি শক্তিহীন
    D. স্বার্থে আঘাত লাগা

    ✔ Correct Answer: B

  • Q: ”আকাশ ভেঙ্গে পড়া” বাগধারার সঠিক অর্থ কোনটি?

    A. হঠাৎ বিপদ হওয়া
    B. আশ্চর্য্য হওয়া
    C. মন্দ ভাগ্য
    D. কঠিন পরীক্ষা

    ✔ Correct Answer: A

  • Q: 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কি?

    A. পরকে আপন করার চেষ্টা
    B. উপহাস
    C. অসময়ে আবির্ভাব
    D. অকেজো লোক

    ✔ Correct Answer: A

  • Q: ’বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?

    A. বেহায়াপনা
    B. লম্ফঝাপ
    C. লাফালাফি
    D. লজ্জা

    ✔ Correct Answer: A

  • Q: 'আমড়া কাঠের ঢেকি' বাগধারাটির অর্থ কি?

    A. জ্ঞানী
    B. অপদার্থ
    C. চোর
    D. মিথ্যাবাদী

    ✔ Correct Answer: A

  • Q: 'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ কি ?

    A. ভীষণ বিষাক্ত
    B. নির্দয়
    C. অর্থের কু-প্রভাব
    D. তামা থেকে উৎপন্ন বিষ

    ✔ Correct Answer: A

  • Q: "কুল কাঠের অঙ্গার" বাগধারাটির অর্থ কি?

    A. অন্ধের যষ্টি
    B. ঘোরতর কৃষ্ণবর্ণ
    C. যা তীব্র ভাবে জ্বলে
    D. যা অনবরত পীড়া দেয়

    ✔ Correct Answer: A

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘ধর্মের ষাঁড়’-

    A. সুসময়ের বন্ধু
    B. স্বার্থপর
    C. বেহায়া
    D. অকর্মন্য

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘একচোখা’-

    A. ধার্মিক
    B. ভন্ড সাধু
    C. প্রাচীনপন্থী
    D. পক্ষপাতদুষ্ট

    ✔ Correct Answer: D

  • Q: ’টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি?

    A. সদালাপ
    B. অর্থহীন কথা
    C. সংক্ষিপ্ত আলোচনা
    D. দীর্ঘ আলাচনা

    ✔ Correct Answer: D

  • Q: ’পাথরে পাঁচ কিল’- বাগধারাটির অর্থ কি?

    A. কপটচারী
    B. হতভাগ্য
    C. প্রবল সৌভাগ্য
    D. জ্ঞানী

    ✔ Correct Answer: C

  • Q: ’অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি?

    A. লোভী
    B. আলসেমি
    C. অপদার্থ
    D. প্রচন্ড গরম

    ✔ Correct Answer: B

  • Q: ’উত্তম-মধ্যম’ বাগধারাটির অর্থ কি?

    A. ভালো-মন্দ
    B. ভেদাভেদ
    C. প্রহার
    D. বিচক্ষণ

    ✔ Correct Answer: C

  • Q: ’কেচেঁ গন্ডূষ’ বাগধারাটির অর্থ কি?

    A. সামান্য
    B. পুনরায় আরম্ভ
    C. তীব্র জ্বালা
    D. অত্যন্ত গরীব

    ✔ Correct Answer: B

  • Q: 'খোদার খাসি' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

    A. কোনোটিই নয়
    B. অযাচিত
    C. ভাবনাচিন্তাহীন
    D. অত্যন্ত অলস

    ✔ Correct Answer: C

  • Q: ’হাত জুড়ানো’ বাগধারাটির অর্থ কি?

    A. স্বস্তি লাভ করা
    B. মারা যাওয়া
    C. বিশ্রাম নেয়া
    D. আরোগ্য লাভ করা

    ✔ Correct Answer: A

  • Q: ’হাত কামড়ানো’ বাগধারাটির অর্থ কি?

    A. আফসোস করা
    B. চিন্তা করা
    C. আঘাতের হুমকি দেয়া
    D. বদলা নেয়া

    ✔ Correct Answer: A

  • Q: 'ঘটিরাম' বাগধারাটির অর্থ কোনটি?

    A. ভণ্ড ধার্মিক
    B. ন্যাকামি
    C. বড় মুখ
    D. অপদার্থ

    ✔ Correct Answer: D

  • Q: ’অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?

    A. শুরু করা
    B. তাড়াতাড়ি শেষ করা
    C. বিশ্বাস করা
    D. শেষ বিদায়

    ✔ Correct Answer: D

  • Q: 'ঠোটকাটা' বাগধারাটির অর্থ কোনটি?

    A. স্পষ্টবাদী
    B. বেহায়া
    C. একগুয়ে
    D. মুখরা

    ✔ Correct Answer: A

  • Q: 'সব পক্ষের মন জুগিয়ে চলা' অর্থে কোন বাগধারার প্রয়োগ হয়?

    A. ঝোলে অম্বলে এক করা
    B. ঝোলে লাউ অম্বলে কদু
    C. ঝালে ঝোলে অম্বল
    D. ঝালে লাল মিষ্টিতে কালো

    ✔ Correct Answer: B

  • Q: 'মাছরাঙার কলঙ্ক' বাগধারাটির অর্থ কি?

    A. গোপনে অপরাধ করা
    B. প্রাণীহত্যাই যার বাঁচার অবলম্বন
    C. অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা
    D. ডুবে ডুবে জল খাওয়া

    ✔ Correct Answer: C

  • Q: বাগধারা নির্ণয় করুন : পটোল তোলা

    A. পরীক্ষায় ফেল করা
    B. পটোল খাওয়া
    C. মারা যাওয়া
    D. কোনটি নয়

    ✔ Correct Answer: C

  • Q: বাগধারা নির্ণয় করুন : চোখের বালি

    A. চোখের অসুখ
    B. শত্রু
    C. কৃতঘ্ন
    D. কোনটি নয়

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারা নির্ণয় করুন : ব্যাঙের সর্দি

    A. অসম্ভব ঘটনা
    B. সম্ভাব্য ঘটনা
    C. রোগ বিশেষ
    D. কোনটি নয়

    ✔ Correct Answer: A

  • Q: ’নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কোনটি ?

    A. দ্বন্দ্ব
    B. একগুয়েঁ
    C. সখ্যতা
    D. রগচটা

    ✔ Correct Answer: B

  • Q: ’কলা দেখানো’ বাগধারার অর্থ-

    A. লোভ দেখানো
    B. প্রলুব্ধ করা
    C. ফাঁকি দেয়া
    D. উদ্বুদ্ধ করা

    ✔ Correct Answer: C

  • Q: ’হাত চালাও’ বাগধারার অর্থ কি?

    A. মার দাও
    B. সাহায্য চাও
    C. দক্ষা হও
    D. তাড়াতাড়ি কর

    ✔ Correct Answer: D

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন : 'ছ কড়া ন কড়া'।

    A. অতি গরীব
    B. ইতস্তত করা
    C. দেরি করা
    D. সস্তা দর

    ✔ Correct Answer: D

  • Q: 'কলুর বলদ' বাগধারাটির অর্থ কী?

    A. বোকা
    B. শক্তিশালী
    C. পরাধীন
    D. অলস

    ✔ Correct Answer: C

  • Q: কোন বাগধারাটির অর্থ অন্য তিনটির অর্থ থেকে ভিন্ন?

    A. দুধের মাছি
    B. বসন্তের কোকিল
    C. ননির পুতুল
    D. সুখের পায়রা

    ✔ Correct Answer: C

  • Q: 'গদাই লস্করী চাল' এর সমার্থক বাগধারা?

    A. লেফাফা দুরস্ত
    B. ঢিমে তেতালা
    C. সাক্ষী গোপাল
    D. কাছা ঢিলা

    ✔ Correct Answer: B

  • Q: 'চিনির বলদ'-- বাগধারাটির সঠিক অর্থ কি?

    A. সস্তা দাম
    B. কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
    C. নিষ্ফল পরিশ্রম
    D. ঠকানো

    ✔ Correct Answer: C

  • Q: 'শাঁখের করাত'--বাগধারাটির অর্থ কি?

    A. অবাস্তব
    B. সূক্ষ্ম কারুকাজ
    C. দর্প
    D. উভয় সংকট

    ✔ Correct Answer: D

  • Q: 'ধরি মাছ না ছুঁই পানি' বাগধারাটির সঠিক অর্থ কি?

    A. পানিতে হাত না দিয়ে মাছ ধরা
    B. কৌশলে কার্যোদ্ধার
    C. বিপদ এড়ানো
    D. নিজেকে চালাক মনে করা

    ✔ Correct Answer: B

  • Q: 'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ-

    A. জ্ঞানী
    B. ভণ্ড
    C. চালাক
    D. বোকা

    ✔ Correct Answer: D

  • Q: 'কান পাতলা' বাগধারাটির অর্থ কি?

    A. সতর্ক
    B. সন্দেহপ্রবণ
    C. বিশ্বাসপ্রবণ
    D. বধির

    ✔ Correct Answer: C

  • Q: 'চোখ টাটানো' বাগধারাটির যথার্থ অর্থ -

    A. চোখের ব্যথা
    B. চোখ লাল হওয়া
    C. লজ্জা পাওয়া
    D. হিংসা করা

    ✔ Correct Answer: D

  • Q: নথ নাড়া বাগধারাটির অর্থ -

    A. ক্ষোভ প্রকাশ
    B. নিন্দা করা
    C. তুষ্ট করা
    D. অহংকার প্রকাশ

    ✔ Correct Answer: D

  • Q: উলুখাগড়া - বাগধারাটির অর্থ কি?

    A. এক শ্রেণিভুক্ত
    B. রাজা - বাদশাহর পেয়াদা
    C. গুরুতহীন লোক
    D. লাকড়ি

    ✔ Correct Answer: C

  • Q: ’মন না মতি’ বাগধারাটির অর্থ কী ?

    A. অরাজগ
    B. অপদার্থ
    C. মূল্যবান
    D. অস্থির মানব মন

    ✔ Correct Answer: D

  • Q: ঊনকোটি চৌষট্টি এ বাগধারার অর্থ হলো

    A. অপদার্থ
    B. পাগলামি
    C. অপব্যায়ী
    D. প্রায় সম্পূর্ণ

    ✔ Correct Answer: D

  • Q: 'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারার অর্থ__

    A. সন্দেহজনক আচরণ
    B. গোপন রাখার প্রয়াস
    C. ষড়যন্ত্র
    D. পেটের গন্ডগোল

    ✔ Correct Answer: B

  • Q: 'ঊনকোট চৌষট্রি' এ বাগধারার অর্থ হলো -

    A. অপদার্থ
    B. পাগলামি
    C. অপব্যয়ী
    D. প্রায় সম্পূর্ণ

    ✔ Correct Answer: D

  • Q: পাথকরে পাঁচ কিল, বাগধারাটির সঠিক কোনটি?

    A. অতিরিক্ত সুবিধা
    B. সর্বস্বান্ত হওয়া
    C. সুখের সময়
    D. ধাক্কা সামলানো

    ✔ Correct Answer: C

  • Q: ‘কচু বনে কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কী?

    A. সৌখিন ব্যক্তি
    B. নিরীহ ব্যক্তি
    C. অপদার্থ
    D. সাদাসিধা লোক

    ✔ Correct Answer: C

  • Q: ‘একাদশে বৃহস্পতি‘ বাগধারাটির অর্থ কী?

    A. দিনের প্রথম ভাগ
    B. আনন্দের বিষয়
    C. বিপদে পড়া
    D. সৌভাগ্যের বিষয়

    ✔ Correct Answer: D

  • Q: 'উজানের কৈ' বাগধারার অর্থ কি?

    A. সহজলভ্য
    B. পরিশ্রমী
    C. অলস
    D. চাটুকর

    ✔ Correct Answer: A

  • Q: 'আমড়াগাছি করা' বাগধারাটির অর্থ কি?

    A. বিপদে মেতে থাকে
    B. তোষামোদি করা
    C. বেশি চাতুরি করা
    D. ইতস্তত করা

    ✔ Correct Answer: B

  • Q: ধর্মের ষাঁড়’ বাগধারাটির অর্থ কী?

    A. জেদী
    B. অকর্মণ্য
    C. পালোয়ান
    D. কৃপণ

    ✔ Correct Answer: B

  • Q: 'ম্যাও ধরা' বাগধারাটির অর্থ কি?

    A. ভান করা
    B. উভয় সংকট
    C. দায়িত্ব নেয়া
    D. নেশা করা

    ✔ Correct Answer: C

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুনঃ 'ধামাধরা'।

    A. কপট গাম্ভীর্য
    B. চাটুকারিতা
    C. পরিপাটি থাকা
    D. মিথ্যা বলা

    ✔ Correct Answer: B

  • Q: 'আঠারো মাসে বছর' বাগধারারটির অর্থ ----

    A. সময়ানুবর্তিতা
    B. আলস্য
    C. অকর্মণ্য
    D. দীর্ঘসূত্রতা

    ✔ Correct Answer: D

  • Q: 'কলকাঠি নারা'বাগধারাটির অর্থ কি ?

    A. গোপনে সু-পরামর্শ দেয়া
    B. গোপনে কু-পরামর্শ দেয়া
    C. গুপ্তচরবৃত্তি
    D. সমস্যা সমাধান

    ✔ Correct Answer: B

  • Q: আদিখ্যেতা বাগধারাটির অর্থ কি?

    A. মারা যাওয়া
    B. না জেনে কিছু করা
    C. অপদার্থ
    D. ন্যাকামি

    ✔ Correct Answer: D

  • Q: যেমন কর্ম তেমন ফল’ প্রবাদটির সমার্থক বাক্য বাগধারা কোনটি?

    A. কত ধানে কত চাল
    B. অহংকার পতনের মুল
    C. অতি চালাকের গলায় দড়ি
    D. তীব্র জ্বালা

    ✔ Correct Answer:

  • Q: গায়ে পড়া শব্দটির বাগধারা কী?

    A. সাংঘাতিক
    B. অতি মূর্খ
    C. অযাচিত
    D. অকেজো

    ✔ Correct Answer: C

  • Q: 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ কি?

    A. তীব্র জ্বালা
    B. কাঠের পুতুল
    C. কুপমণ্ডুক
    D. এলাহী কাণ্ড

    ✔ Correct Answer: A

  • Q: আঁতে ঘা -এর বাগধারা কি?

    A. ক্ষণস্থায়ী
    B. অবিশ্বাস্য ঘটনা
    C. মনে কষ্ট
    D. বিশৃঙ্খল

    ✔ Correct Answer: C

  • Q: 'হার-হাভাতে'- এর বাগধারা কী?

    A. কষ্ট পাওয়া
    B. হতভাগ্য
    C. অপচয়
    D. ভিক্ষে করা

    ✔ Correct Answer: B

  • Q: 'অথৈ জল' শব্দটির বাগধারা কী?

    A. সাংঘাতিক
    B. অর্তি
    C. ভীষণ বিপদ
    D. অকেজো

    ✔ Correct Answer: C

  • Q: নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

    A. আদায় -কাঁচকলায়
    B. রুই-কাতলা
    C. দা -কুমড়া
    D. অহি-নকুল

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারার অর্থ নির্ণয় করুন ' গোকুলের ষাঁড়' -

    A. দুর্লভ বস্তু
    B. দুর্বল ও ব্যক্তিত্বহীন
    C. স্বেচ্ছাচারী
    D. অপদার্থ

    ✔ Correct Answer: C

  • Q: 'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি?

    A. সম্পূর্ণভাবে
    B. ফাঁকি
    C. অপদার্থ
    D. অলস

    ✔ Correct Answer: B

  • Q: 'জিলাপীর প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?

    A. কলহপ্রিয়
    B. জটিল
    C. প্যাঁচানো
    D. কুটিল

    ✔ Correct Answer: D

  • Q: 'রাই কুড়িয়ে বেল' - বাগধারাটির অর্থ কোনটি?

    A. ক্ষুদ্র থেকে বড়
    B. দরিদ্র থেকে ধনী
    C. চৌর্যবৃত্তি
    D. কৃষিকাজ

    ✔ Correct Answer: A

  • Q: কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ?

    A. অক্কা পাওয়া
    B. কেউকেটা
    C. কান পাতলা
    D. কেতাদুরস্ত

    ✔ Correct Answer: A

  • Q: কোন বাগধারাটি দ্বারা 'আগ্রহ' বোঝায়?

    A. মাথা খাওয়া
    B. মাথা দেওয়া
    C. মাথা ব্যথা
    D. হাতে হাতে

    ✔ Correct Answer: C

  • Q: 'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?

    A. যথেচ্ছাচারী
    B. বক ধার্মিক
    C. তোষামোদকারী
    D. কদরহীন লোক

    ✔ Correct Answer: C

  • Q: 'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

    A. ব্যাঙের আধুলি
    B. লেফাফা দুরস্ত
    C. রাশভারি
    D. ভিজে বিড়াল

    ✔ Correct Answer: B

  • Q: 'রাঘব বোয়াল' বাগধারাটির অর্থ কী?

    A. বড় পরিবার
    B. সদা অশান্তি
    C. ফুলবাবু
    D. কোনোটিই নয়

    ✔ Correct Answer: D

  • Q: 'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী?

    A. অসম্ভব কিপটে
    B. সামান্য ত্রুটি
    C. ক্ষীণজীবী
    D. কোনোটিই নয়

    ✔ Correct Answer: C

  • Q: নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

    A. অহিনুকুল সমন্ধ
    B. আদায় কাঁচকলায়
    C. তাসের ঘর
    D. সাপে নেউলে

    ✔ Correct Answer: C

  • Q: 'চাপে পড়ে কাবু হওয়া ' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

    A. অকাল কুষ্মাণ্ড
    B. চোরে না শোনে ধর্মের কাহিনি
    C. ঠেলার নাম বাবাজি
    D. রাবণের চিতা

    ✔ Correct Answer: C

  • Q: কোনটি 'In a very few class ' বাগধারার অর্থ প্রকাশ করে।

    A. Frequently
    B. Even though
    C. Seldom
    D. If seldom ever

    ✔ Correct Answer: C

  • Q: 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ?

    A. হাত করা
    B. হাত গুটান
    C. হাত থাকা
    D. হাত আসা

    ✔ Correct Answer: B

  • Q: 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?

    A. দুর্বল ব্যক্তি
    B. অসাবধান
    C. অলস
    D. মজার বিষয়

    ✔ Correct Answer: B

  • Q: 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?

    A. দুর্বল ব্যক্তি
    B. অসাবধান
    C. অলস
    D. মজার বিষয়

    ✔ Correct Answer: B

  • Q: 'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী?

    A. ইঙ্গিত করা
    B. ক্রোধ দেখানো
    C. সতর্ক করা
    D. ফাঁকি দেয়া

    ✔ Correct Answer: B

  • Q: 'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি

    A. খয়ের খাঁ
    B. তীর্থের কাক
    C. চিনে জোঁক
    D. মণিকাঞ্চন যোগ

    ✔ Correct Answer: C

  • Q: ’পত্রপাঠ’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    A. সুসজ্জিত
    B. সুপাঠ্য
    C. তৎক্ষণাৎ
    D. পড়ুয়া

    ✔ Correct Answer: C

  • Q: ‘মেও ধরা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    A. অকারনে ক্ষুদ্ধ হওয়া
    B. সুবিধা দেওয়া
    C. কঠোর ব্যবস্থা নেওয়া
    D. দুরুহ কাজের ঝুঁকি নেওয়া

    ✔ Correct Answer: D

  • Q: ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?

    A. অবিরাম কান্না
    B. বারংবার চেষ্টা করা
    C. বৃথা চেষ্টা
    D. ছিঁচকাঁদুনে

    ✔ Correct Answer: C

  • Q: ‘গুরুত্ব দেওয়া’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

    A. গা-ছাড়া
    B. গা বাঁচানো
    C. গায়ে মাখা
    D. গায়ে পড়া

    ✔ Correct Answer: C

  • Q: ‘ছক্কা পাঞ্জা’ বাগধারার সমার্থক?

    A. নয়-ছয় করা
    B. উনিশ-বিশ করা
    C. বড়াই করা
    D. খেলা করা

    ✔ Correct Answer: C

  • Q: ‘ত্রিশঙ্কু অবস্থা’ বাগধারার অর্থ-

    A. উভয়সংকট
    B. দুরবস্থা
    C. অর্থের অভাব
    D. কর্মে সপ্তমী

    ✔ Correct Answer: A

  • Q: 'অন্ধিসন্ধি' বাগধারাটির অর্থ কি?

    A. গোপন তথ্য
    B. বিশ্বাসঘাতকতা
    C. বেফাস কথা
    D. ষড়যন্ত্র

    ✔ Correct Answer: A

  • Q: নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম?

    A. বিড়াল তপস্বী
    B. বক ধার্মিক
    C. ভিজে বিড়াল
    D. ধর্মপুত্র যুধিষ্ঠির

    ✔ Correct Answer: D

  • Q: ’অশ্বমধে’ যজ্ঞ’ বাগধারাটির অর্থ-

    A. ঘোড়া নিধন
    B. বিপুল আয়োজন
    C. ধ্বংস করা
    D. হত্যাযজ্ঞ

    ✔ Correct Answer: B

  • Q: ’পৃষ্ঠপ্রদর্শন’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    A. চুরি করা
    B. অবজ্ঞা করা
    C. গর্ব করা
    D. পলায়ন করা

    ✔ Correct Answer: D

  • Q: 'গড্ডালিকা প্রবাহ' বাগধারার 'গড্ডল্‌' শব্দের অর্থ কি?

    A. স্রোত
    B. ভেড়া
    C. একত্র
    D. ভাসা

    ✔ Correct Answer: B

  • Q: 'সপ্তকাণ্ড রামায়ন' বাগধারার অর্থ কি?

    A. রামায়নের সাত পর্ব
    B. রামায়নে বর্ণিত বৃক্ষ
    C. রামায়নে বর্ণিত সাতিটি সমুদ্র
    D. বৃহৎ বিষয়

    ✔ Correct Answer: D

  • Q: নিচে যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ-

    A. কেতা দুরস্ত
    B. কেউকেটা
    C. কাপুড়ে বাবু
    D. কলম পেশা

    ✔ Correct Answer: D

  • Q: ‘দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

    A. একরোখা
    B. এক কথার মানুষ
    C. উড়নচণ্ডী
    D. কংসমামা

    ✔ Correct Answer: B

  • Q: বাগধারা অতীতকালের কোন ঘটনার স্বারক?

    A. সামাজিক- অর্থনৈতিক
    B. সামাজিক- রাজনৈতিক
    C. সামাজিক-মানসিক
    D. সামাজিক- সাংস্কৃতিক

    ✔ Correct Answer: D

  • Q: 'খেউর গাওয়া' বাগধারার অর্থ কী?

    A. গালাগালি করা
    B. প্রলাপ বকা
    C. একধরনের গান
    D. প্রশংসা করা

    ✔ Correct Answer: A

  • Q: ’হড়হদ্দ’ বাগধারা দিয়ে বোঝায়-

    A. স্পর্ধা
    B. অকৃত্রিম
    C. নাড়ীনক্ষত্র
    D. দৃঢ়তা

    ✔ Correct Answer: C

  • Q: ’খন্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী?

    A. সামান্য বস্তু
    B. কোলাহল
    C. ভীষণ ব্যাপার
    D. ভীষণ গন্ডগোল

    ✔ Correct Answer: D

  • Q: ’রজ্জতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী?

    A. আচমকা বিপদ
    B. সাপকে দড়ি দিয়ে বাধা
    C. যাদুকরী বিদ্যা অর্জন করা
    D. বিভ্রম

    ✔ Correct Answer: D

  • Q: ‘নাড়াবুনে’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

    A. বুনো
    B. শহুরে
    C. মূর্খ
    D. অলস

    ✔ Correct Answer: C

  • Q: `কল্কে পাওয়া’বাগধারার অর্থ কী?

    A. পাত্তা পাওয়া
    B. টাকা পাওয়া
    C. সম্মান পাওয়া
    D. পদোন্নতি পাওয়া

    ✔ Correct Answer: A

  • Q: ‘কাষ্ট হাসি’ বাগধারার অর্থ হলো-

    A. স্বেচ্ছাচারী
    B. বিত্তশালী
    C. শুকনো হাসি
    D. গন্ডমূর্খ

    ✔ Correct Answer: C

  • Q: `উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির অর্থ কী?

    A. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
    B. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
    C. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
    D. অনুরোধে ঢেঁকি গেলা

    ✔ Correct Answer: B

  • Q: ‘সুখের পায়রা’ বাগধারার অর্থ-

    A. খারাপ ব্যক্তি
    B. সসুময়ের বন্ধু
    C. অনিষ্টকর আত্মীয়
    D. ভন্ড

    ✔ Correct Answer: B

  • Q: বড়র পীরিতি বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে-

    A. ভঙ্গুর
    B. চাপের মুখে ভেঙ্গে যায়
    C. একতরফা
    D. কোন বাধ্যবাধকতা নেই

    ✔ Correct Answer: A

  • Q: ”ইতিকথা” বাগধারাটির অর্থ কি?

    A. ইতিহাস
    B. উপকথা
    C. কাহিনী
    D. উপরের সবকটি

    ✔ Correct Answer: D

  • Q: মুহুর্তে অভিমান ভোলা' এ অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে?

    A. বিড়াল তপস্বী
    B. বিড়ালের আড়াই পাক
    C. ভেজা বিড়াল
    D. ভুঁইফোড়

    ✔ Correct Answer: B

  • Q: ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?

    A. অত্যন্ত গরিব
    B. সামান্য ব্যক্তি
    C. খুব অলস
    D. চাটুকার

    ✔ Correct Answer: A

  • Q: 'হঠাৎ ধনী হওয়া'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

    A. আঙুল ফুলে কলাগাছ
    B. পোয়া বারো
    C. ছেলের হাতে মোয়া
    D. অমাবস্যার চাঁদ

    ✔ Correct Answer: A

  • Q: "ঝোলের লাউ অম্বলের কদু" বাগধারার অর্থ কি?

    A. জীর্ণশীর্ণ লোক
    B. মিশিয়ে ফেলা
    C. সব পক্ষের মন যুগিয়ে চলা
    D. পুঁথিগত বিদ্যা

    ✔ Correct Answer: C

  • Q: 'নির্মম'- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

    A. ইঁদুর কপালে
    B. অন্তর টিপুনী
    C. বিষের পুটুলি
    D. মাছের মা

    ✔ Correct Answer: D

  • Q: নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

    A. আদায়-কাঁচকলায়
    B. দা-কুমড়া
    C. রুই-কাতলা
    D. অহি-নকুল

    ✔ Correct Answer: C

  • Q: "ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কি?

    A. ঢাক জোরে বাজান
    B. প্রচার
    C. বিরক্তিকর আওয়াজ
    D. লুকোচুরি

    ✔ Correct Answer: D

  • Q: ‘তাসের ঘর' বাগধারার অর্থ কি?

    A. তাস রাখার ঘর
    B. ক্ষণস্থায়ী বস্তু
    C. তাস খেলার জন্য ঘর
    D. তাস দ্বারা তৈরি ঘর

    ✔ Correct Answer: B

  • Q: 'হাত টান' বাগধারাটির অর্থ-

    A. কৃপণ স্বভাব
    B. চুরির অভ্যাস
    C. লম্বা হাত
    D. টাকার অভাব

    ✔ Correct Answer: B

  • Q: “দিবাস্বপ্ন” বাগধারার অর্থ কোনটি?

    A. অলীক কল্পনা
    B. দিনের বেলায় যে স্বপ্ন দেখা হয়
    C. জেগে জেগে স্বপ্ন দেখা
    D. অসম্ভব কল্পনা

    ✔ Correct Answer: A

  • Q: ‘তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ কি ?

    A. নিৰ্ভীক
    B. শক্তিশালী
    C. অপদার্থ
    D. ভন্ড

    ✔ Correct Answer: D

  • Q: 'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?

    A. গুরুচণ্ডালি
    B. যবনিকা
    C. ভূমিকা
    D. অনুশীলন

    ✔ Correct Answer: C

  • Q: আকুপাকু' বাগধারার সঠিক অর্থ কি?

    A. স্তম্ভিতভাব
    B. ঝাঁকুনি দেয়া
    C. ন্যাকামি
    D. ব্যস্ততার ভাব

    ✔ Correct Answer: D

  • Q: অকাল বোধন' বাগধারাটির অর্থ-

    A. শেষ বিদায়
    B. অসময়ে আবির্ভাব
    C. শেষ সময়ের কাজ
    D. সময়ে আবিৰ্ভাৰ

    ✔ Correct Answer: B

  • Q: "হাল বায় না তেড়ে গুঁতোয়' বাগধারাটির অর্থ কী ?

    A. স্বল্পকাল স্থায়ী হুজুগ
    B. সুযোগসন্ধানী
    C. সংকটে পড়া
    D. কুকাজে পটুত্ব

    ✔ Correct Answer: D

  • Q: ‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

    A. আমড়া কাঠের ঢেঁকি
    B. ননীর পুতুল
    C. খয়ের খাঁ
    D. ঠোঁট কাটা

    ✔ Correct Answer: B

  • Q: 'আঠারো আনা' বাগধারাটির অর্থ-

    A. ভূমিকা করা
    B. হিসাব-নিকাশ
    C. অসম্ভব বস্তু
    D. বাড়াবাড়ি করা

    ✔ Correct Answer: D

  • Q: 'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি?

    A. সম্পূর্ণভাবে
    B. অপদার্থ
    C. ফাঁকি
    D. অলস

    ✔ Correct Answer: C

  • Q: 'ধুয়া ধরা' বাগধারার প্রকৃত অর্থ কি?

    A. বৃথা চেষ্টা করা
    B. বজায় থাকা
    C. বাজে অভ্যাস ধরা
    D. আবদার বা ছুতো করা

    ✔ Correct Answer: D

  • Q: লেফাফাদুরস্ত' বাগধারার ‘লেফাফা’ শব্দের আভিধানিক অর্থ -

    A. ফাঁপা
    B. খাম
    C. পোশাক
    D. লেপা

    ✔ Correct Answer: B

  • Q: 'শকুনি মামা'- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?

    A. কুৎসিত মামা
    B. সৎ মামা
    C. কুচক্রী লোক
    D. পাতানো মামা

    ✔ Correct Answer: C

  • Q: "সপ্তমে চড়া" বাগধারাটির অর্থ কী?

    A. প্রচণ্ড উত্তেজনা
    B. রাশভারী
    C. প্রবল আনন্দিত
    D. অপ্রত্যাশিত বিপদ

    ✔ Correct Answer: A

  • Q: 'স্বখাত সলিল' বাগধারাটির অর্থ কী?

    A. বিনা দোষে শাস্তি পাওয়া
    B. স্বীয় কর্মের ফল ভোগ করা
    C. গভীরে যাওয়া
    D. দুঃখে কষ্টে পড়া

    ✔ Correct Answer: B

  • Q: ‘জলে ফেলা' বাগধারাটির অর্থ কি?

    A. সুপাত্রে পড়া
    B. জলের নিত্য ব্যবহার
    C. অপচয় করা
    D. বিপদে পড়া

    ✔ Correct Answer: C

  • Q: ‘অক্ষির অগোচরে'- বাগধারার অর্থ কী?

    A. পরোক্ষ
    B. প্রত্যক্ষ
    C. সরাসরি
    D. চোখাচোখি

    ✔ Correct Answer: A

  • Q: 'কচুকাটা করা' বাগধারাটির অর্থ কি?

    A. কচু কেটে ফেলা
    B. হত্যা করা
    C. সফলতা লাভ
    D. ধ্বংস করা

    ✔ Correct Answer: D

  • Q: 'স্বখাতসলিলে' বাগধারাটির অর্থ-

    A. দুঃখে কষ্টে পরা
    B. বিনা দোষে শাস্তি পাওয়া
    C. পানির গভীরে যাওয়া
    D. স্বীয় কর্মের ফল ভোগ

    ✔ Correct Answer: D

  • Q: কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?

    A. দুধের মাছি
    B. বসন্তের কোকিল
    C. সুখের পায়রা
    D. ননির পুতুল

    ✔ Correct Answer: D

  • Q: 'শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ কি?

    A. পান্ডিত্য কথা
    B. অকেজো যুক্তি
    C. দীর্ঘ প্রত্যাশা
    D. গুরুতর যুক্তি

    ✔ Correct Answer: B

  • Q: "কলমের এক খোঁচা" বাগধারাটির অর্থ কী?

    A. চূড়ান্ত মীমাংসা
    B. লিখিত আদেশ
    C. পত্র লিখন
    D. ধ্বংস করা

    ✔ Correct Answer: B

  • Q: ‘ভূতের বেগার খাটা' বাগধারাটির দ্বারা কী বোঝায় ?

    A. অকাজে সময় নষ্ট করা
    B. কঠোর পরিশ্রম করা
    C. সর্বদ্বাস্ত করা
    D. নিস্ফল পরিশ্রম করা

    ✔ Correct Answer: D

  • Q: 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির অর্থ কি?

    A. সম্মান রক্ষা করা
    B. সামান্য উপকার
    C. স্বার্থপর হওয়া
    D. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা

    ✔ Correct Answer: B

  • Q: ‘স্বর্গের সিড়ি’ বাগধারাটির অর্থ-

    A. স্বর্গ লাভের উপায়
    B. স্বর্গে যাওয়ার পথ
    C. সাফল্য লাভের উপায়
    D. অলীক কল্পনা

    ✔ Correct Answer: C

  • Q: 'ওজন বুঝে চলা' বাগধারাটির অর্থ কি?

    A. আত্মসম্মান রক্ষা করা
    B. পক্ষপাতদুষ্ট
    C. পৃষ্ঠপোষককে সমর্থন
    D. অন্যের অনুকরণ

    ✔ Correct Answer: A

  • Q: 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

    A. এক চোখা
    B. এক কথার মানুষ
    C. উড়নচন্ডী
    D. কংস মামা

    ✔ Correct Answer: B

  • Q: 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ নিচের কোনটি?

    A. নিষ্ফল আবেদন
    B. অপদার্থ
    C. একমাত্র অবলম্বন
    D. দিশেহারা হয়ে পরা

    ✔ Correct Answer: C

  • Q: 'কান ভাঙানো' বাগধারাটির কী অর্থে ব্যবহৃত হয়?

    A. মিথ্যা বলা
    B. কুপরামর্শ
    C. কথা না শোনা
    D. চিৎকার করা

    ✔ Correct Answer: B

  • Q: 'গোল্লায় যাওয়া' বাগধারাটির অর্থ কী?

    A. অসৎ কাজ করা
    B. নষ্ট হওয়া
    C. খারাপ কাজে যাওয়া
    D. দোষের কাজ

    ✔ Correct Answer: B

  • Q: 'গোড়ায় গলদ' বাগধারাটির অর্থ কী?

    A. বেশি ভুল
    B. শুরুতে ভুল
    C. ভুল জিনিস
    D. অল্প ভুল

    ✔ Correct Answer: B

  • Q: 'সর্বনাশ' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

    A. ভরাডুবি
    B. রাবনের চিতা
    C. জগদ্দল পাথর
    D. শাপেবর

    ✔ Correct Answer: A

  • Q: 'অঞ্চল প্রভাব' বাগধারার অর্থ কী?

    A. আঞ্চলিকতার প্রভাব
    B. উর্ধ্বতন কর্তার প্রভাব
    C. জাতীয় প্রভাব
    D. স্ত্রীর প্রভাব

    ✔ Correct Answer: D

  • Q: 'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ কী?

    A. বড় বিপদ
    B. বিপদে ভয়
    C. অল্পে ভয়
    D. আকাশ লাল হওয়া

    ✔ Correct Answer: C

  • Q: 'অবরে সবরে'- বাগধারার অর্থ নিচের কোনটি?

    A. অস্পষ্ট ধারণা
    B. অপদার্থ
    C. কালে-ভদ্রে
    D. গোপন চক্রান্ত

    ✔ Correct Answer: C

  • Q: 'এসপার ওসপার' বাগধারাটির অর্থ

    A. অমিমাংসা
    B. বিরোধ
    C. ঝগড়া
    D. মীমাংসা

    ✔ Correct Answer: D

📝 Written Questions

No written questions selected.